ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে? তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে? আমি পালিয়ে থাকি, মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি, কোথাও কিছু আঘাত লাগে পাছে। মারকে তোমার ভয় করেছি বলে তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে। যেদিন সে ভয় ঘুচে যাবে সেদিন তোমার বাণ ফুরাবে, মরণকে প্রাণ বরণ করে বাঁচে।
ও কথা বোলো না সখি -- প্রাণে লাগে ব্যথা -- আমি ভালোবাসি নাকো এ কিরূপ কথা! কী জানি কী মোর দশা কহিব কেমনে প্রকাশ করিতে নারি রয়েছে যা মনে -- পৃথিবী আমারে সখি চিনিল না তাই -- পৃথিবী না চিনে মোরে তাহে ক্ষতি নাই -- তুমিও কি বুঝিলে না এ মর্মকাহিনী তুমিও কি চিনিলে না আমারে স্বজনি?