কী হবে বলো গো সখি ভালোবাসি অভাগারে যদি ভালোবেসে থাক ভুলে যাও একেবারে -- একদিন এ হৃদয় -- আছিল কুসুমময় চরাচর পূর্ণ ছিল সুখের অমৃতধারে সেদিন গিয়েছে সখি আর কিছু নাই ভেঙে পুড়ে সব যেন হয়ে গেছে ছাই হৃদয়-কবরে শুধু মৃত ঘটনার ...[র]য়েছে পড়ে স্মৃতি নাম যার।
I HID MYSELF to evade you. Now that I am caught at last, strike me, see if I flinch. Finish the game for good. If you win in the end, strip me of all that I have. I have had my laughter and songs in wayside booths and stately halls,- now that you have come into my life, make me weep, see if you can break my heart.