১৩১ (porichito simanar)


    পরিচিত সীমানার

          বেড়া-ঘেরা থাকি ছেটো বিশ্বে;

    বিপুল অপরিচিত

          নিকটেই রয়েছে অদৃশ্যে।

    সেথাকার বাঁশিরবে

          অনামা ফুলের মৃদুগন্ধে

    জানা না-জানার মাঝে

          বাণী ফিরে ছায়াময় ছন্দে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •