FEEL THY release in the air, O bird, let not thy wings be timid. Yield not to the lure of the nest, to the enchantment of the night. Dost thou not feel the hidden hope that hums in thy dream when thou sleepest and in the expectant dark of the dawn the silent promise that reveals itself as it rends the veil from the face of the bud.
আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। এই ঘরে সব খুলে যাবে দ্বার, ঘুচে যাবে সকল অহংকার, আনন্দময় তোমার এ সংসারে আমার কিছু আর বাকি না রবে। মরে গিয়ে বাঁচব আমি, তবে আমার মাঝে তোমার লীলা হবে। সব বাসনা যাবে আমার থেমে মিলে গিয়ে তোমারি এক প্রেমে, দুঃখসুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে।