© Kriya Unlimited, 2010 - 2023
শান্তিনিকেতন, ৩০. ১১. ৪৪
ছবির আসরে এল
কত রাজা কত মহারাজা
নানা অলংকারে সাজা।
অকুণ্ঠিত এলে দ্বারীসাজে
সে সবার মাঝে
তুমি প্রাণবান্--
তাদের সবার চেয়ে তোমার সম্মান।