I DID NOT know that I had thy touch before it was dawn. The news has slowly reached me through my sleep, and I open my eyes with its surprise of tears. The sky seems full of whispers for me and my limbs are bathed with songs. My heart bends in worship like a dewladen flower, and I feel the flood of my life rushing to the endless.
মাধবী যায় যবে চলিয়া বাতাসে শেষ কথা বলিয়া, কেহ না পারে তারে ধরিতে। দাহন দানবের আকারে যখন হানে বনশাখারে দাগিয়া পীতরেখা হরিতে, নিঠুর তপনের তাপনে যখন পবনের কাঁপনে বকুল ঝরি পড়ে ত্বরিতে, তখন বলো কোন্ সাহসে কে ভোলে আকাশের দাহ সে, কে ছোটে বাঁচিতে কি মরিতে? কে চলে বাধাহীন চরণে নবীন রসে রূপে বরনে তাপিত ভুবনেরে বরিতে? মুকুল সুকুমার সে যে গো, মাধুরীরসে দেহ মেজে গো বনের কোল আসে ভরিতে।