দেবব্রত বিশ্বাস




All artists...

শীতের হাওয়ার লাগল (প্রকৃতি)

শীতের হাওয়ার লাগল নাচন আম্‌লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্‌শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥
     উড়িয়ে দেবার মাতন এসে   কাঙাল তারে করল শেষে,
     তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥
              শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
              তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে   যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্‌ সকালে॥

See more on this song...

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন