৩৪৯ (ami jakhan tar duyare)

আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই   তখন যাহা পাই

              সে যে আমি হারাই বারে বারে ॥

তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে

বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,

হারায় না সে আর ॥

প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে,

সে আলো তার লুটায় ধরণীতে।

তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্বকরে,  তখন স্তরে স্তরে

ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন--

মুকুটে তাঁর পরেন সে রতন ॥

রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ পৌষ, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১ জানুয়ারি, ১৯১৮

রচনাস্থান: কলকাতা

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.