১৪৯ (tor bhitare jagiya ke je)

তোর   ভিতরে জাগিয়া কে যে,

তারে   বাঁধনে রাখিলি বাঁধি।

হায়     আলোর পিয়াসি সে যে

তাই    গুমরি উঠিছে কাঁদি ॥

যদি     বাতাসে বহিল প্রাণ

কেন    বীণায় বাজে না গান,

যদি     গগনে জাগিল আলো

কেন    নয়নে লাগিল আঁধি?।

পাখি    নবপ্রভাতের বাণী

দিল     কাননে কাননে আনি,

ফুলে   নবজীবনের আশা

কত     রঙে রঙে পায় ভাষা।

হোথা   ফুরায়ে গিয়েছে রাতি,

হেথা    জ্বলে নিশীথের বাতি--

তোর   ভবনে ভুবনে কেন

হেন     হয়ে গেল আধা-আধি?।

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান: মিউনিক

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.