আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে, আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে ॥ মন যবে মোর দূরে দূরে ফিরেছিল আকাশ ঘুরে তখন আমার ব্যথার সুরে আভাস দিয়ে গিয়েছিলে ॥ যবে বিদায় নিয়ে যাব চলে মিলন-পালা সাঙ্গ হলে শরৎ-আলোয় বাদল-মেঘে এই কথাটি রইবে লেগে-- এই শ্যামলে এই নীলিমায় আমায় দেখা দিয়েছিলে ॥
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা-- মন যে কেমন করে, হল দিশাহারা। যেন কে গিয়েছে ডেকে, রজনীতে সে কে দ্বারে দিল নাড়া-- রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥ বঁধু দয়া করো, আলোখানি ধরো হৃদয়ে। আধো-জাগরিত তন্দ্রার ঘোরে আঁখি জলে যায় যে ভ'রে। স্বপনের তলে ছায়াখানি দেখে মনে মনে ভাবি এসেছিল সে কে-- রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥
আমি দেখব না, আমি দেখব না, আমি দেখব না তোর দর্পণ। বুক ফেটে যায়, যায় গো, বুক ফেটে যায়। কী ভয়ংকর দুঃখের ঘূর্ণিঝঞ্ঝা-- মহান বনস্পতি ধুলায় কি লুটাবে, ভাঙবে কি অভ্রভেদী তার গৌরব। দেখব না, আমি দেখব না তোর দর্পণ। না না না।