৩৪ (aj bari jhare)

আজ   বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,

আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে॥

     শালের বনে থেকে থেকে   ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,

     জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের 'পরে।

আজ    মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে॥

ওরে    বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে--

     বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে।

অন্তরে আজ কী কলরোল,   দ্বারে দ্বারে ভাঙল আগল--

     হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে।

     আজ   এমন ক'রে কে মেতেছে বাহিরে ঘরে॥

রাগ: ইমন

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.