যে থাকে থাক্-না দ্বারে, যে যাবি যা-না পারে। যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি, একা তুই চলে যা রে। কুঁড়ি চায়, আঁধার রাতে শিশিরের রসে মাতে। ফোটা ফুল চায় না নিশা, প্রাণে তার আলোর তৃষা, কাঁদে সে অন্ধকারে।
ছবির জগতে যেথা কোনো ভাষা নেই সেথায় তোমার স্থির দৃষ্টি যে কাহিনী করিতেছে সৃষ্টি, ঘটনাবিহীন তার বোবা ইতিহাস কালো মেঘে ছেয়ে ফেলে চিত্ত-আকাশ বিষাদ-বাদল করে বৃষ্টি।