ক্ষুভিত সাগরে নিভৃত তরীর গেহ, রজনী দিবস বহিছে তীরের স্নেহ। দিকে দিকে যেথা বিপুল জলের দোল গোপনে সেথায় এনেছে ধরার কোল। উত্তাল ঢেউ তারা যে দৈত্য-ছেলে পুত্তলী ভেবে লাফ দেয় বাহু মেলে। তার হাত হতে বাঁচায়ে আনিলে তুমি, ভূমির শিশুরে ফিরে পেল পুন ভূমি।
একটা খোঁড়া ঘোড়ার 'পরে চড়েছিল চাটুর্জে,পড়ে গিয়ে কী দশা তার হয়েছিল হাঁটুর যে! বলে কেঁদে, 'ব্রাহ্মণেরে বইতে ঘোড়া পারল না যে সইত তাও, মরি আমি তার থেকে এই অধিক লাজে-- লোকের মুখের ঠাট্টা যত বইতে হবে টাটুর যে!'