আরো আরো প্রভু, আরো আরো। এমনি করে আমায় মারো। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই? যা কিছু আছে সব কাড়ো কাড়ো। এবার যা করবার তা সারো সারো। আমি হারি কিম্বা তুমিই হারো! হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাঁদাতে পারো।
ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে। কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে। কী মধু কী সুধা কী সৌরভ, কী রূপ রেখেছ লুকায়ে। কোন্ প্রভাতে কোন্ রবির আলোকে দিবে খুলিয়ে কাহার কাছে। সে যদি না আসে এ জীবনে, এ কাননে পথ না পায়! যারা এসেছে তারা বসন্ত ফুরালে নিরাশ প্রাণে ফেরে পাছে!