অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে, সে বীণা আজি উঠিল বাজি' হৃদয়মাঝে॥ ভুবন আমার ভরিল সুরে, ভেদ ঘুচে যায় নিকটে দূরে, সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে॥ হাতে পাওয়ার চোখে চাওয়ার সকল বাঁধন, গেল কেটে আজ সফল হল সকল কাঁদন। সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা সেই তো পাওয়া, বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে॥
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে-- আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে ॥ বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী-- এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥ তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ॥
কি ঘোর নিশীথ, নীরব ধরা! পথ যে কোথায় দেখা নাহি যায়, জড়ায়ে যায় চরণে লতাপাতা। যাই, ত্বরা ক'রে যেতে হবে সরযূতটিনী-তীরে-- কোথায় সে পথ! ওই কল কল রব! আহা, তৃষিত জনক মম, যাই তবে যাই ত্বরা।