বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই, ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই ॥ ভোরের আলোয় নয়ন ভ'রে নিত্যকে পাই নূতন করে, কাহার মুখে চাই ॥ প্রতিদিনের কাজের পথে করতে আনাগোনা কানে আমার লেগেছে গান, করেছে আন্মনা। হৃদয়ে মোর কখন জানি পড়ল পায়ের চিহ্নখানি চেয়ে দেখি তাই।
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায় আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়। শুকনো ঘাসে শূন্য বনে আপন-মনে অনাদরে অবহেলায় আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥ দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে। যখন আমার ও-পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায়। আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥