তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ। তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ ।। তোমারি শোকে এ আঁখি বরষিবে, এ বীণা তোমারি গাহিবে গান ।। যদিও এ বাহু অক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে । যদিও এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে ।। যদিও, হে দেবী, শোণিতে আমার কিছুই তোমার হবে না তবু, ওগো মাতা পারি তা ঢালিতে একতিল তব কলঙ্ক ক্ষালিতে— নিভাতে তোমার যাতনা । যদিও, জননী, যদিও আমার এ বীণায় কিছু নাহিক বল কী জানি যদি, মা, একটি সন্তান জাগি উঠে শুনি এ বীণাতান ।।
আর নহে, আর নহে-- বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে॥ লগ্ন গেল বয়ে সকল আশা লয়ে, এ কোন্ প্রদীপ জ্বালো এ যে বক্ষ আমার দহে॥ কানন মরু হল, আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো। কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো, ভাঙা ডালি ভরো-- মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে॥